প্রধানমন্ত্রীর কাছে কোনও অর্থ দাবি করিনি, বললেন মুখ্যমন্ত্রী

May 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আম্পানের তাণ্ডবে বিপুল ক্ষতি হয়েছে রাজ্যে। এখনও পর্যন্ত ৮০ জন মারা গিয়েছেন। ঘরবাড়ি ভেঙে গিয়েছে। শুধুমাত্র কলকাতাতেই ১৯ জন মারা গিয়েছেন। একাধিক জায়গায় বিদ্যুৎ, মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা নেই। অসংখ্য গাছ ভেঙে পড়েছে। চাষের জমিতে নোনা জল ঢুকে পড়েছে।

আর এই আম্পানের দৌলতেই বদলে গিয়েছে সমীকরণ। রাজ্যে এসে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। প্রাথমিক ভাবে আম্পান মোকাবিলায় ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু কোনও অর্থ সাহায্য দাবি করেননি মোদীর কাছে। বসিরহাটে সাংবাদি বৈঠকে এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামিকালও রাজ্যের আম্ফান বিধ্বস্ত এলাকা সার্ভে করবেন মুখ্যমন্ত্রী

আম্পান বিধ্বস্ত রাজ্য। ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীর কাছ্ কোনও অর্থ দাবি করিনি। সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যা ক্ষতি হয়েছে তা জাতীয় বিপর্যয়ের থেকেও বেশি। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠিয়ে নিজেরা সার্ভে করে ঠিক করুন কী অবস্থা রাজ্যের কতটা সাহায্যের প্রয়োজন।

আগামিকালও রাজ্যের আম্ফান বিধ্বস্ত এলাকা সার্ভে করবেন মুখ্যমন্ত্রী। গোসাবা, বাসন্তি, ঝড়খালি, সন্দেশখালি পরিদর্শনে যাবেন মমতা। এছাড়াও অন্যান্য মন্ত্রীকে অন্যা জেলা পরিদর্শনের দায়িত্ব দিয়েছেন তিনি। সেই অনুযায়ী পুনর্গঠমের সব কাজ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen