দেশ বিভাগে ফিরে যান

সিবিএসই-সিআইএসসিই বোর্ডের পরীক্ষা অফলাইনেই: সুপ্রিম কোর্ট

November 19, 2021 | < 1 min read

স্কুলে গিয়েই দিতে হবে সিবিএসই এবং সিআইএসসিই-র দশম ও দ্বাদশের পরীক্ষা। বৃহস্পতিবার পরিষ্কার জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। অনলাইন এবং অফলাইন, অর্থাৎ মিশ্র পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করা হোক—এই আবেদন জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। তাঁদের বক্তব্য, শেষ মুহূর্তে এসে আর পুরো ব্যবস্থাটাকে ওলট-পালট করার মানে হয় না।

সিবিএসই পরীক্ষা বুধবার ১৬ নভেম্বর থেকে শুরু হয়েই গিয়েছে। যদিও সিআইএসসিই পরিচালিত আইসিএসই বা আইএসসি পরীক্ষা ২২ নভেম্বর থেকে শুরু হবে। তাই এখন আর পরীক্ষা ব্যবস্থায় বদল আনার পক্ষে সায় দেননি বিচারপতিরা। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়েছেন, সব রকম সুরক্ষা ব্যবস্থা নিয়েই সিবিএসই পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রও ৬৫০০ থেকে বাড়িয়ে ১৫০০০ করা হয়েছে।

ছ’জন পরীক্ষার্থী সুপ্রিম কোর্টে মামলা করেছিল মিশ্র পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের জন্য। সিবিএসই এবং সিআইএসসিই যাতে অফলাইন এবং অনলাইন, দু’রকম ব্যবস্থা রেখেই সংশোধিত নির্দেশিকা জারি করে এই ছিল তাদের আবেদন। তাদের পক্ষে আইনজীবী সঞ্জয় হেগড়ের সওয়াল ছিল, তাঁরা অফলাইনের পাশাপাশি অনলাইন ব্যবস্থা রাখার সুপারিশ করছেন মাত্র। পুরো পরীক্ষা ব্যবস্থা পাল্টানোর দাবি তাঁদের নেই। কারণ, বদ্ধ জায়গা থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। তবে বিচারপতিরা এই আবেদনে
সাড়া দেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#CISCE, #supreme court, #CBSE

আরো দেখুন