← রাজ্য বিভাগে ফিরে যান
মোদীর কৃষি আইন বাতিল নিয়ে প্রতিক্রিয়া: নীরব থাকলেন শুভেন্দু
তিন কৃষি আইন বাতিলের খুশিতে মিছিল হল এ রাজ্যে জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রামেও। সকালে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে নন্দীগ্রামের কেন্দামারিতে চৌরঙ্গী বাজার এলাকায় তৃণমূলের মিছিল বেরোয়। নেতৃত্বে ছিলেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু তাহের। তাহের বলেন, ‘‘জনগণের আন্দোলন যে স্বৈরাচারী শক্তিকে হারিয়ে দিতে পারে, তার সাক্ষী থাকল এই কৃষক আন্দোলন। আগামী দিনে যেখানে কৃষকের স্বার্থ ক্ষুণ্ণ হবে নন্দীগ্রামের মানুষ পাশে দাঁড়াবে।’’ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এ দিন গিয়েছিলেন ভগবানপুরে দলীয় কর্মীর স্মরণসভায়। তবে কৃষি আইন বাতিল নিয়ে তিনি কিছু বলতে চাননি। প্রধানমন্ত্রীর ঘোষণা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শুভেন্দু উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে নমস্কার জানিয়ে চলে যান।