← দেশ বিভাগে ফিরে যান
সংসদে আন্দোলন তীব্র করতে ২৯ নভেম্বর দলের সাংসদদের সাথে বৈঠক করবেন মমতা
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করতে চলেছে তৃণমূল। সংসদের উভয় কক্ষেই সরব হবেন তৃণমূল সাংসদরা। আন্দোলনের রূপরেখা কি হবে, তার নির্দেশ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, দলনেত্রী ২৯ নভেম্বর বৈঠক ডেকেছেন। নেত্রী আন্দোলন-কর্মসূচির নির্দেশিকা দেবেন। তৃণমূল নেতৃত্ব বলছেন, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ফেলেছে। ফলে সেই বিষয়কে তুলে ধরা হবে সংসদে। এছাড়াও সর্বোপরি গুরুত্ব পাবে কৃষকদের স্বার্থ।