দুর্যোগেও রাজনীতি দিলীপের, সমালোচনা
তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা না-করে একটি দিনও কাটে না রাজ্য বিজেপির নেতাদের। অথচ দলের উচ্চতম নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে বলে গেলেন, ‘মমতাজির নেতৃত্বে দক্ষ হাতে করোনা এবং ঘুর্নিঝড়ের লড়াই একই সঙ্গে লড়েছে বাংলা। বাংলাকে ঘুরিয়ে দাঁড় করাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব।’
এমনকী রাজ্যপাল জগদীপ ধনখড়ও কেন্দ্র-রাজ্য সম্পর্কে ‘নতুন আশার আলো’ দেখতে পাওয়ার বার্তা দিয়েছেন এ দিন। এত কিছুর পরে বেশ ফ্যাসাদে পড়েও সমালোচনার পথ থেকে সরতে নারাজ রাজ্য বিজেপি সবাপতি দিলীপ ঘোষ ও অন্যরা। রাজ্য ও শাসকদলের সমালোচনায় এ দিন মুখর থেকেছেন দিলীপ। এতে বিজেপির মধ্যেই পরস্পর-বিরোধিতার সুর দেখছে রাজনৈতিক মহল।
মোদী সদর্থক বার্তা দেওয়ার দিনেও দিলীপের অভিযোগ, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সদ্বব্যবহার করা হলে ঝড়ে এত বাড়ি-ঘর নষ্ট হত না। কেন্দ্রীয় সাহায্যের টাকা সরাসরি দুর্গত মানুষের অ্যাকাউন্টে দেওয়া উচিত।’ রাজ্য বিজেপি সূত্রের খবর, দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন দিলীপ।
সিপিএম-কংগ্রেস আম্পানকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার দাবি তুললেও রাজ্য বিজেপির মুখে তা শোনা যায়নি।