‘মুখে বিজেপি জিন্দাবাদ বলে তৃণমূলকে ভোট দিন’ ত্রিপুরায় বার্তা অভিষেকের
ত্রিপুরায় পুরভোটের দিন সন্ত্রাস করতে পারে বিজেপি। সোমবার ত্রিপুরার সাংবাদিক সম্মেলন থেকে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কীভাবে সন্ত্রাস এড়াবেন তার উপায়ও বাতলে দিলেন তিনি। অভিষেকের পরামর্শ, “হাতে পদ্মফুল, মোদীর ছবি নিয়ে বাড়ি থেকে বের হন। ভোটকেন্দ্রে গিয়ে তৃণমূলের বোতাম টিপে দিন। মুখে বিজেপি জিন্দাবাদ বলে তৃণমূলকে ভোট দিন।”
আর কয়েকদিন পরই ত্রিপুরায় পুরভোট। এই প্রথমবার আগরতলা পুরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। অভিযোগ, প্রচারে গিয়ে একাধিকবার হামলার মুখে পড়েছে ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা। এমনকী, রবিবার তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন থেকে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন ত্রিপুরার পুলিশ, প্রশাসনকেও কটাক্ষ করেন। তাঁর কথায়, “থানায় গিয়ে হামলা করছে বিজেপি। হাসপাতালে দুয়ারে গুণ্ডা পাঠিয়েছে। পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে। তাঁদের দলদাস বানিয়ে দিয়েছে বিজেপি।” এরপরই তাঁর কটাক্ষ, “বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে।”
অভিষেকের আরও অভিযোগ, “ত্রিপুরায় দিনের আলোয় বেরনো মুশকিল। নিজের মত প্রকাশ করা যায় না এখানে। এই পরিস্থিতি বদলাতে হবে। রাজ্যের আইন-শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। আর এই পরিবর্তন করতেই আমরা এখানে এসেছি। জিতে তারপরই রাজ্য ছাড়ব। ”
খেলা হবে স্লোগান দেওয়ায় সায়নী ঘোষের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক।