দেশ বিভাগে ফিরে যান

ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতায় ডাক পেলেন কৃষক আন্দোলনকারীরা

November 23, 2021 | < 1 min read

ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে ৩০ নভেম্বর বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন ব্যাঙ্ক অফিসাররা। কিন্তু তাঁরা এই ইস্যুকে শুধু ব্যাঙ্ক কর্মী বা অফিসারদের মধ্যে সীমিত রাখতে চান না। প্রতিবাদের শামিয়ানায় তাঁরা রেল, বিমা-সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী-অফিসারদের উপস্থিতিও চান। পাশাপাশি কৃষি আইন নিয়ে মোদি সরকারকে পিছু হঠতে বাধ্য করেছেন যে আন্দোলনকারীরা, তাঁদেরও প্রতিবাদ মঞ্চে চান ব্যাঙ্ক আধিকারিকরা। সেই উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে দেশের সবক’টি বিরোধী দলকেও শামিল করতে চান আন্দোলনকারীরা। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ এরাজ্যে শাসক দলের একাধিক নেতার কাছে দরবার করেছেন তাঁরা।


আগামী কাল, ২৪ নভেম্বর কলকাতা থেকে ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও’ শিরোনামে ‘ভারতযাত্রা’র আয়োজন করেছে ব্যাঙ্ক অফিসারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। সেই প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি বিল প্রত্যাহারে বাধ্য হলেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন, তা অভূতপূর্ব। কৃষকদের লাগাতার আন্দোলনের ফসল এটা। ব্যাঙ্ক বেসরকারিকরণ আরও একটি সিদ্ধান্ত, যা সম্পূর্ণভাবে জনস্বার্থ বিরোধী। আসন্ন শীতকালীন অধিবেশনে সরকার এই বিলটি আনতে পারে। আমরা তাই দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছি। আমরা যে ভারতযাত্রার ডাক দিয়েছি, তা সবক’টি রাজ্য ঘুরে দিল্লিতে পৌঁছবে। আমরা সেখানে যে সমাবেশ করব, সেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির প্রতিনিধিরা তো বটেই, কৃষক আন্দোলনের কর্তারাও যোগ দেবেন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করেছেন। কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত সম্পদ বেচে দেওয়ার প্রতিবাদে তাঁকেও পাশে চান সঞ্জয়বাবুরা। তিনি বলেন, আমরা দলীয় এমপি’দের কাছেও গিয়েছি। এরাজ্যের শাসক দল ছাড়াও সর্বত্রই কেন্দ্র-বিরোধী শক্তিকে পাশে চাইছি আমরা। 



TwitterFacebookWhatsAppEmailShare

#farmers, #Privatisation, #Bank employees

আরো দেখুন