রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ, বন্ধ হচ্ছে একাধিক কোভিড হাসপাতাল-সেফ হোম

November 23, 2021 | < 1 min read

সংক্রমণে অনেকটাই নিয়ন্ত্রণে। পিছিয়ে নেই টিকাকরণেও। খুলে দেওয়া হয়েছে স্কুল।স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন থেকে মেট্রো পরিষেবাও। এবার আরেকটি বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যে কোভিড চিকিত্‍সার জন্য তৈরি হওয়া অধিকাংশ সেফ হোম এবং হাসপাতালের ওয়ার্ড সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিল তারা। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তাই জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড ছাড়া বাকিগুলি সাময়িক ভাবে বন্ধ করবে প্রশাসন।

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী উৎসবের মরসুম কাটিয়ে সংক্রমণের দাপাদাপি তেমন বাড়েনি। স্বাস্থ্যভবনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই। আর তা সম্ভব হয়েছে দ্রুত টিকাকরণ এবং করোনা বিধি কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের তৎপরতার জন্য। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই সেফ হোম এবং সরকারি হাসপাতালের করোনা ওয়ার্ডগুলিতে শয্যা কমিয়ে তা সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।

স্বাস্থ্যভবনের বিবৃতিতে আরও বলা হয়েছে, এক একটি জেলায় একটি বা দু’টি করে কোভিড হাসপাতালের ওয়ার্ড রাখা হবে। ওই ওয়ার্ডে করোনা চিকিৎসার সবরকম পরিষেবার সুবিধা থাকবে। আপাতত বাকি ওয়ার্ডগুলিতে সাধারণ রোগীর চিকিৎসা করা যাবে।

দ্বিতীয় ঢেউয়ের পর উৎসবের মরসুমেও করোনা সংক্রমণের মাত্রা ছাড়িয়ে যায়নি। বরং আশঙ্কার তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। সে কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Safe Home, #Covid Hospital, #West Bengal

আরো দেখুন