রাজ্য বিভাগে ফিরে যান

শ্রমিক স্পেশাল ট্রেন আপাতত বন্ধ বাংলায়

May 24, 2020 | < 1 min read

ঘূর্ণিঝড়ের পরে অনেক এলাকাতেই পুনর্গঠনের কাজ চলছে পশ্চিমবঙ্গে৷ এই পরিস্থিতিতে চিঠি লিখে রেল বোর্ডের চেয়ারম্যানকে আগামী কয়েকদিন রাজ্যের শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ রাখার অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷ এই অনুরোধে সাড়াও মিলেছে৷ রাজ্য সবুজ সঙ্কেত দিলে তবেই ফের শ্রমিক স্পেশাল ট্রেন চালানো শুরু হবে বলে শনিবার নয়াদিল্লিতে জানান রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব৷

তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের লেখা চিঠি পেয়েছি৷ সাইক্লোন একটি প্রাকৃতিক বিপর্যয়৷ সে রাজ্যের মুখ্যসচিব চিঠি লিখে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পরে কয়েকটি এলাকায় পুনর্গঠনের কাজ চলছে৷ কবে থেকে বাংলায় ফের শ্রমিক স্পেশাল ট্রেনের যাতায়াত শুরু করা যাবে, শীঘ্রই আমাকে চিঠি লিখে সেটা জানাবেন তিনি৷ আমরা এ ব্যাপারে প্রস্তুত৷ পশ্চিমবঙ্গ সরকার যখনই সবুজ সঙ্কেত দেবে, তখন আমরা ট্রেন পাঠাব৷’

তাঁর সংযোজন, ‘পশ্চিমবঙ্গে শ্রমিক স্পেশাল ট্রেন গিয়েছে তুলনায় কম৷ ঘূর্ণিঝড়ের পরে কয়েকদিনের জন্য ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে৷ রাজ্য থেকে আমাদের ১০৫টি ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছিল৷ সেই অনুমতিপত্রে সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে৷ ১৫ জন পর্যন্ত একটি দু’টি করে ট্রেন চালানোর অনুমতি মিলেছে৷ আমার আশা, ঘূর্ণিঝড়ের রেশ সামলে উঠলে পশ্চিমবঙ্গে ফের ট্রেন চলাচল শুরু করা যাবে৷’

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Migrant Labourers, #amphan, #migrant, #shramik special train

আরো দেখুন