দেশ বিভাগে ফিরে যান

২০২৪ এর প্রধানমন্ত্রীর মুখ তিনি? যা বললেন মমতা

November 24, 2021 | < 1 min read

তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে এখনো কথা বলার মতো সময় আসেনি। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এমনই বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

এদিন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সাংবাদিক প্রশ্ন করেন, যদি আপনারা ক্ষমতায় আসেন তাহলে প্রধানমন্ত্রী হবেন কে? আপনি? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন এসব কথা কেন বলছেন? আগে মানুষের জন্য কাজ করতে দিন। চিন্তা করবেন না। ওসব অনেক পরের কথা। এখন থেকে এসব কথা বলছেন কেন? কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমাদের যদি অন্য রাজ্যের মানুষ আমন্ত্রণ জানায় তাহলে আমরা অবশ্যই সেখানে যেতে পারি’।

এদিন দিল্লিতে দাঁড়িয়ে একাধিকবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের অধিকার নিয়ে সরব হন মমতা। এমনকী প্রধানমন্ত্রীকে বাণিজ্য সম্মেলনের উদ্বোধনে আমন্ত্রণ জানিয়ে নিজেকে পরিণত রাজনীতিবিদ বলে প্রমাণের চেষ্টা করেছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, মমতাকে প্রধানমন্ত্রী করাই তৃণমূলের এখন প্রধান লক্ষ্য। সেজন্য IPAC-এর নেতৃত্বে দেশজুড়ে কাজ করছে তারা। রাজ্যের বিভিন্ন সভা সমাবেশে সরাসরি মমতাকেই আগামী প্রধানমন্ত্রী বলে তৃণমূলের তরফে দাবি করা হলেও দিল্লিতে এব্যাপারে সাবধানী তারা। কারণ তৃণমূল বিলক্ষণ জানে, একার ক্ষমতায় দিল্লির মসদন দখলের কল্পনা অবাস্তব। সেজন্য তাদের দরকার আঞ্চলিক দলগুলিকে। আগে থেকেই মমতা নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে উল্লেখ করলে সেই জোট দানা বাঁধার আগেই ভেঙে যাবে। তাই সঠিক সময়ের অপেক্ষায় তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #New Delhi

আরো দেখুন