রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার ৮৬ শতাংশ মানুষই পেয়ে গেছেন করোনা টিকার প্রথম ডোজ

November 25, 2021 | < 1 min read

বাংলার ৮৬ শতাংশ মানুষই পেয়ে গিয়েছেন করোনা টিকার প্রথম ডোজ। প্রথম ডোজের টিকাকরণ সম্পূর্ণ হতে আর দরকার এক কোটি ডোজ। দ্বিতীয় ডোজ দিতে হবে তিন কোটি ৬৫ লক্ষ মানুষকে। টিকাদান পর্ব শেষ করতে সব মিলিয়ে প্রায় চার কোটি ৬৫ লক্ষ ডোজ টিকা দিতে হবে এখনও। এদিকে কোভিশিল্ডের ৮৪ থেকে ১১২ দিনের সময়সীমা পার করার পরও দ্বিতীয় ডোজ বকেয়া রয়েছে ১৩ লক্ষ মানুষের। বুধবার স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। দপ্তর সূত্রের খবর, পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার।

বেশ কিছু জেলার পজিটিভিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাজ্যকে লেখা কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব এক চিঠিতে নিজেদের এইসব পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন। বুধবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের হাতে কলকাতা এবং বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় দেড় কোটি ডোজ টিকা মজুত রয়েছে। এখন রোজকার টিকাদান আরও বাড়ালে বাংলা দ্রুত টিকাকরণ শেষ করার দিকে এগবে। বেশ কিছুদিন ধরে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামও বুস্টার ডোজ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াচ্ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #vaccine, #Covid Vaccination, #First Dose

আরো দেখুন