স্বাস্থ্য বিভাগে ফিরে যান

করোনা আক্রান্তে দেশে পরপর রেকর্ড, বাড়ছে দুশ্চিন্তা

May 24, 2020 | < 1 min read

নিয়মমাফিক লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত সংখ্যা। সংক্রমণ বৃদ্ধির হারে দেশে প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। এক সপ্তাহের মধ্যে পাঁচদিন আক্রান্তের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি (প্রায় ৩৫ হাজার) দুশ্চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের।

শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫৪ জন। দেশে সংক্রামিত সংখ্যা একধাক্কায় ১ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ১ লক্ষ ২৫ হাজার ১০১। এই হার বজায় থাকলে দু-তিনদিনের মধ্যে সংক্রমণ সংখ্যায় ভারত ইরানকে ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট সংক্রামিতের প্রায় ৬৮ শতাংশই মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লিতে। আক্রান্তের হিসেবে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত ৬ হাজার ৬৫৪ জনের মধ্যে ২ হাজার ৯৪০ জনই সেরাজ্যের। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৮২। এর মধ্যে মুম্বই শহরে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। গত একদিনে সেখানে সংক্রামিত হয়েছেন ১ হাজার ৭৫১ জন।

আক্রান্তের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৫৩ জন। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে ৭৮৬ জন আক্রান্ত হয়েছেন। তালিকায় এরপরেই রয়েছে গুজরাত- ১৩ হাজার ২৬৮ জন। রাজধানী দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩১৯ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronaOutbreak, #Corona pandemic, #IndiaFights Corona, #Coronavirus, #CoronaAlert, #coronavirusinindia

আরো দেখুন