রাজ্য বিভাগে ফিরে যান

জিএসটি আদায়ে এগিয়ে বাংলা

May 24, 2020 | < 1 min read

জিএসটিতে বড় লাফ রাজ্যের। গত আর্থিক বছর, অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে এ রাজ্য থেকে যে জিএসটি আদায় হয়েছে, তা ২০১৮-১৯-এর থেকে অনেকটা বেশি।

করোনার প্রভাব এরাজ্যে পড়তে শুরু করেছিল গত ফেব্রুয়ারি মাস থেকে। মার্চ মাসে তা অনেকটাই বাড়ে। তাই ওই দু’মাস রাজস্ব আদায় কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু গত আর্থিক বছরের গোড়া থেকেই দেশজুড়ে অর্থনৈতিক কার্যকলাপ ভালো যায়নি। ব্যবসার চাকা ঘুরছে না, তা টের পেয়ে বছরের মাঝামাঝি সময়ে শিল্প সংস্থাগুলিকে আয়করে বড় ছাড় দেয় কেন্দ্রীয় সরকার।

এমনকী বারবার রেপো রেট কমিয়ে, ঋণের সুদেও রেহাই দিতে উঠেপড়ে লাগে রিজার্ভ ব্যাঙ্ক। বেশ কয়েকটি ক্ষেত্রে কমানো হয় জিএসটি’র হারও। কিন্তু সুফল যে মেলেনি, তা মেনে নিয়েছেন অর্থনীতিবিদ থেকে শিল্পকর্তারা। তার প্রভাব পড়েছে আয়কর সহ রাজস্ব আদায়ের সর্বস্তরে।

এই পরিস্থিতিতেও জিএসটি আদায়ে উজ্জ্বল রাজ্য। সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সূত্রে খবর, গত আর্থিক বছরে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে সার্বিক জিএসটি আদায় হয়েছে প্রায় ৪৩ হাজার ৩২০ কোটি টাকা। তার আগের অর্থবর্ষ থেকে ৮.৮১ শতাংশ বেশি। এর মধ্যে শুধু স্টেট জিএসটি বাবদ আদায় হয়েছে প্রায় ১৬ হাজার ৭৮৬ কোটি টাকা, যার বৃদ্ধির হার প্রায় ১৩ শতাংশ। এই ঘটনাকে চমকপ্রদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#GST, #Good and Services Tax, #West Bengal

আরো দেখুন