দেশ বিভাগে ফিরে যান

স্বাধীনতার পর এই প্রথম দেশে পুরুষদের থেকে এগিয়ে মেয়েরা

November 25, 2021 | < 1 min read

স্বাধীনতা পরবর্তী ভারতে এই প্রথমবার জনসংখ্যার বিচারে পুরুষদের ছাপিয়ে গেলেন মহিলারা। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ফ্যামিলি হেলথ এর রিপোর্ট অনুযায়ী এই অনুপাতটি হল ১০০০ জন পুরুষ : ১০২০ জন মহিলা।

উল্লেখ্য, ২০১৫ সালে এনএফএইচ-এর এই সমীক্ষা প্রথমবারের জন্য করা হয়েছিল। সেই রিপোর্টে দেখা গিয়েছিল ২০১৫-১৬ সালে অনুপাতটি ছিল ১০০০ জন পুরুষ : ৯৯১ জন মহিলা।

জন্মের নিরিখে দেখা গিয়েছে, ২০১৫ সালে ভূমিষ্ঠ হওয়া ১০০০টি শিশুর মধ্যে কন্যা সন্তান থাকত ৯১৯জন। সেই হিসেবটি ২০২১ সালে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হিসেব অনুযায়ী, এবছর ১০০০টি শিশু জন্মালে ৯২৯টি শিশুই কন্যাসন্তান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women, #men & women, #National Family and Health Survey

আরো দেখুন