গত ২৪ ঘন্টায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তিতে আমজনতা
উৎসবের মরশুম শেষে স্বস্তি। অনেকটাই কমল রাজ্যের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। কমেছে মৃতের সংখ্যাও। বাংলার কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে আমজনতা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। যা বুধবারের তুলনায় অনেকটাই কম। কলকাতায় একদিনে ২১৫ জনের শরীরে বাসা বেঁধেছে কোভিড। সংক্রমণের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ১২ হাজার ৭৪১ জন। একদিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ১১ জনের। এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ১৯ হাজার ৪৩০ জন। তবে আশার আলো জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ৭৭৪ জন। তার ফলে কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৮৫ হাজার ৪৪৪ জন।
করোনা পরীক্ষা কম হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যকে চিঠিও পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। যদিও রাজ্য সরকার সেকথা মানতে নারাজ। একদিনে ৩৭ হাজার ৩১ জনের কোভিড টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ১ লক্ষ ৪৭ হাজার ৬৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের পজিটিভিটি রেট ২.০৫ শতাংশ।
করোনাকে মোকাবিলা করার জন্য টিকাকরণের উপরেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হু হু করে চলছে কোভিড ভ্যাকসিনেশন। এদিন ৬ লক্ষ ৫০ হাজার ৮৩৯ জনের করোনা টিকাকরণ হয়েছে। তার মধ্যে ২ লক্ষ ২১ লক্ষ ৫৪ জন প্রথম ডোজ এবং বাকি ৪ লক্ষ ২৯ হাজার ৭৮৫ জনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে। কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানে থাকারই পরামর্শ বিশেষজ্ঞরা। সাামান্য উদাসীনতাও বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই আশঙ্কা তাঁদের।
Bengali News State News West Bengal