দেশ বিভাগে ফিরে যান

শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ কলকাতা

November 26, 2021 | < 1 min read

শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ-সহ কলকাতাও। শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে কলকাতায় অনুভূত হয় কম্পন। কম্পনের স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ড। ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীরে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৪ কিমি পূর্বে। অসম, ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন। এখনও পর্যন্ত কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজ্যের বিভিন্ন স্থান থেকে নেটমাধ্যমে অনেকেই সকাল সকাল জানিয়েছেন, কম্পন অনুভূত হয়েছে। কেউ প্রশ্ন করেছেন, ‘এখনই কি ভূমিকম্প হল?’

ভারতের পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটের মতো জায়গা কেঁপে উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্সকে চট্টগ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, তিনি জোর কম্পন অনুভব করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Kolkata, #North Bengal, #earthquake

আরো দেখুন