রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক গুরুং-রোশনের

November 26, 2021 | < 1 min read

বৃহস্পতিবার পার্থবাবুর নাকতলার বাড়িতে যায় বিমল গুরুংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ছিলেন রোশন গিরি-সহ তিনজন। প্রায় দু’ঘণ্টা আলোচনা হয়েছে। বৈঠকের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। কিন্তু নেত্রী বর্তমানে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। ফলে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। শুধু বাংলা নয় দেশের একাধিক রাজ্যে তারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন বলে জানিয়েছেন। পরে বিমল গুরুং ও রোশন গিরির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, তরাই, ডুয়ার্স সহ সংলগ্ন এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কথাবার্তা হয়েছে জিটিএ নির্বাচন সংক্রান্ত বিষয়েও। পাহাড়ের পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে পরবর্তী সময়ে জিটিএ নির্বাচন হোক, এই দাবি করা হয়েছে। সেইসঙ্গ দাবি জানানো হয়েছে পঞ্চায়েত নির্বাচনের।

TwitterFacebookWhatsAppEmailShare

#partha chatterjee, #Meeting, #Bimal Gurung, #Roshan Giri

আরো দেখুন