রাজ্য বিভাগে ফিরে যান

বস্তিবাসীদের জন্য পাকা বাড়ি তৈরি করার আশ্বাস দিলেন তৃণমূল প্রার্থী অতিন ঘোষ

November 27, 2021 | < 1 min read

জল্পনা ছিল, দলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে এ বার কলকাতা পুরসভার নির্বাচনে বিধায়ক অতীন ঘোষকে টিকিট না-ও দিতে পারে তৃণমূল। কিন্তু সব জল্পনা মিথ্যে প্রমাণ করে রাজ্যের মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের লোকসভার সাংসদ মালা রায়ের মতো তাঁর নামও থাকল তৃণমূলের প্রার্থিতালিকায়।

শুক্রবার সন্ধ্যে নাগাদ সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রার্থিতালিকায় কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীনেরও নাম রয়েছে। এ প্রসঙ্গে অতীন বলেন, ‘‘দায়িত্ব নিয়ে কাজ করেছি নিজের এলাকায়। ৩৫ বছর ধরে মানুষের সেবা করছি। আমাদের মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কাজ করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ।’’

তিনি আরও বলেন, ‘‘পুরসভায় মানুষকে সরাসরি পরিষেবা দেওয়ার মধ্যে আলাদা তৃপ্তি রয়েছে। সবাই দেখেছে, রোদ-জল-বৃষ্টিতে রাস্তায় নেমে কাজ করেছি আমি। এলাকায় নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, বস্তির শৌচালয়গুলিকে রক্ষণাবেক্ষণের কাজ করেছি। এক মাত্র আমার ওয়ার্ডেই শৌচালয়ে ২৪ ঘণ্টা জল পাওয়া যায়।’’

এবার কাউন্সিলার হয়ে কী করতে চান অতীন? কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক বললেন, ‘‘এ বার আমার লক্ষ্য, বস্তির মানুষের মানসিকতা বদলানো। রাজ্য সরকারের ‘আমার বাড়ি’ প্রকল্পের আওতায় তাঁদের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা। এ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগও নিয়ে আসতে চাই।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #Atin Ghosh, #tmc

আরো দেখুন