দেশ বিভাগে ফিরে যান

১৫ ডিসেম্বর থেকে ছন্দে ফিরবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা

November 27, 2021 | < 1 min read

 ১৫ ডিসেম্বর থেকে ছন্দে ফিরছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। তবে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় ১৪টি দেশের সঙ্গে বিমান পরিষেবা আপাতত স্বাভাবিক হচ্ছে না। এই দেশগুলি হল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে ও সিঙ্গাপুর।

শুক্রবার সরকারি সূত্রে এই খবর মিলেছে। বিশ্বের কোভিড পরিস্থিতি বিবেচনা করে ও স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে পরামর্শের ভিত্তিতে উড়ান স্বাভাবিক ছন্দে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের বিষয়টিতে। রিপোর্ট অনুযায়ী, এই নয়া ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে অনেক বেশি সংক্রামক। দক্ষিণ আফ্রিকা নতুন এই ভ্যারিয়েন্ট মেলার কথা নিশ্চিত করেছে। বৎসোয়ানা ও হংকংয়েও কোভিডের এই নয়া প্রজাতি মিলেছে। একদিন আগেই অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট নিয়ে রাজ্যগুলিকে বাড়তি সতর্ক থাকতে বলেছিল কেন্দ্র। এছাড়া,  হংকং ও ইজরায়েল থেকে আগত যাত্রীদের জন্যও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাচক্রে, বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক কনসর্টিয়াম গবেষণা করে দেখেছিল, আফ্রিকায় পাওয়া ভ্যারিয়েন্টগুলির সংক্রামক ও মারণ ক্ষমতা অনেক বেশি। এই দলে বাঙালি তথা ভারতীয় বিজ্ঞানীরাও ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #International Flights, #covid protocols

আরো দেখুন