গত ২৪ ঘণ্টায় কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০১ জন। যা শুক্রবারের চেয়ে কম।

November 27, 2021 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা (Corona Virus) পরিস্থিতির বড় কোনও বদল নেই। শনিবার সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। কিছুটা বেড়েছে মৃত্যু।  বেড়েছে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যাও।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০১ জন। যা শুক্রবারের চেয়ে কম। এনিয়ে টানা তিনদিন নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের নিরিখে কলকাতা রাজ্যের শীর্ষে। শহরে একদিনে আক্রান্ত ২১৪ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর এবং হুগলি। দুই জেলায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১২৪ ও ৬০। এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৪ হাজার ১৫২ জন।

বাংলায় একদিনে করোনার বলি ১১ জন। তার ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৪৫০ জন। সর্বাধিক মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা (৪)। কলকাতা (২) ও পূর্ব বর্ধমানে (২) মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ দিনাজপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। 

করোনাকে হারিয়ে এদিন সুস্থ হয়েছেন ৭১৭ জন।  ফলে এখন কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৮৬ হাজার ৮৮২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩১ শতাংশ। 

করোনা পরীক্ষা কম হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যকে চিঠিও পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। যদিও রাজ্য সরকার সেকথা মানতে নারাজ। একদিনে ৩৭ হাজার ১৮০ জনের কোভিড টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ০২ লক্ষ ২২ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের পজিটিভিটি রেট ১.৮৯ শতাংশ। যা শুক্রবারের তুলনায় সামান্য বেশি।

করোনাকে মোকাবিলা করার জন্য টিকাকরণের উপরেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। জোরকদমে চলছে টিকাকরণ (Covid Vaccination)। এদিন ৬ লক্ষ ৭৭ হাজার ৯৩০ জনের করোনা টিকাকরণ হয়েছে। তার মধ্যে ২ লক্ষ ১৩ লক্ষ ৫৭৫ জন প্রথম ডোজ এবং বাকি ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৫ জনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে। কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানে থাকারই পরামর্শ বিশেষজ্ঞরা। সাামান্য উদাসীনতাও বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই আশঙ্কা তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen