রাজ্য বিভাগে ফিরে যান

জ্বালানি থেকে রাজ্যের আয় কত? দেবের প্রশ্নের কোনও উত্তর দিল না মোদী সরকার

November 29, 2021 | < 1 min read

২০১৬-র ১ এপ্রিল থেকে ২০২১-র ৩১ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকার জ্বালানি থেকে সেস সহ মোট কেন্দ্রীয় উৎপাদন শুল্ক সংগ্রহ করেছে, ১১.৭৪ লক্ষ কোটি টাকা। তবে ঐ টাকা থেকে রাজ্য সরকারগুলিকে(state governments) কত টাকা দেওয়া হয়েছে, সে তথ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের(Finance ministry) কাছে নেই। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী (দেব)’র এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী(Pankaj Chaudhari)।

তথ্য না থাকার কারণ সম্পর্কে জবাবে বলা হয়েছে, ‘অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতি মাসে সংগৃহিত সামগ্রিক কেন্দ্রীয় কর ও শুল্কগুলিতে কর-ভিত্তিক রাজ্যের অংশ ঘোষণা করা হয়। কিন্তু সেই ঘোষণায় কর এবং শুল্কের পণ্য-ভিত্তিক হিসাব থাকে না।’ তৃণমূল কংগ্রেস সাংসদের প্রশ্ন ছিল গত পাঁচ বছরে ডিজেল-পেট্রল থেকে উৎপাদন শুল্ক বাবদ কত টাকা সংগ্রহ করেছে এবং সেই টাকার কতটা অংশ রাজ্যকে দেওয়া হয়েছে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Dev, #Revenue, #union govt, #Fuel prices

আরো দেখুন