রাজ্যসভায় প্রথম ভাষণেই গোয়ার সমস্যা তুলে ধরলেন তৃণমূলের ফেলেইরো
পুরোনো গোয়ায় অবৈধ নির্মাণ নিয়েও আজ সোচ্চার হন ফেলেইরো।
November 30, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আজ রাজ্যসভায় গোয়া সম্বন্ধীয় বেশ কিছু বিষয় তুলে ধরলেন তৃণমূলের নবনিযুক্ত সাংসদ লুইজিনহো ফেলেইরো। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ সংসদে বলেন কয়লার পরিবহন এবং তিনটি রেলপথ গোয়ার পরিবেশকে তিল তিল করে নষ্ট করছে।
ফেলেইরো বলেন মান্দভী নদীর জল থেকে বঞ্চিত হচ্ছেন গোয়ার মানুষ। বিজেপি শাসিত কর্ণাটক সুবিধা পেয়ে যাচ্ছে। এর বিহিতের দাবী করেন তিনি। তিনি বলেন যে পর্যটন ভুলে গোয়াতে কয়লা খনিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এর ফলে দূষণ বাড়বে, অসুবিধা হবে সাধারণ মানুষের।
পুরোনো গোয়ায় অবৈধ নির্মাণ নিয়েও আজ সোচ্চার হন ফেলেইরো।