অবশেষে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’! কবে মুক্তি পাচ্ছে এই ছবি?

তবে আগামী বছর ছবির মুক্তির দিন ধার্য করেছে এসভিএফ। এটিই প্রযোজনা সংস্থার প্রথম ছবি হিসেবে নতুন বছরে মুক্তি পেতে চলেছে। 

November 30, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

নতুন বছরেই বড়পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton)। জানিয়ে দেওয়া হল মুক্তির তারিখ। ফেব্রুয়ারিতেই সিনেমা হলে দেখা যাবে কাকাবাবু ও সন্তুর নতুন কীর্তি। রহস্যের টানে এবার আফ্রিকায় পৌঁছে গিয়েছে দু’জন।

বহু দিন ধরেই মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) এই ছবি। কাকাবাবু হিসেবে প্রসেনজিৎকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। মনে করা হয়েছিল, চলতি বছরের বড়দিনেই মুক্তি পেতে পারে ছবিটি। তবে আগামী বছর ছবির মুক্তির দিন ধার্য করেছে এসভিএফ। এটিই প্রযোজনা সংস্থার প্রথম ছবি হিসেবে নতুন বছরে মুক্তি পেতে চলেছে। 

Kakababur Protyaborton

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ইয়েতি অভিযান’। তার প্রায় তিন বছর পর কাকাবাবুর সাজে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকবারই রাজা রায়চৌধুরীর চরিত্রে তাঁর কাছ থেকে নতুন কিছু পেয়েছেন দর্শকরা। কাকাবাবুর টানে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন আট থেকে আশি। এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনি অবলম্বনে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক সৃজিত। 

Kakababur Protyaborton film

করোনা (Coronavirus) পরিস্থিতির জেরে লকডাউন শুরু হওয়ার ঠিক আগেই আফ্রিকায় ছবির শুটিং করতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), অনির্বাণ চক্রবর্তীরা। লকডাউন শুরু হতেই গোটা টিমকে ফিরে আসতে হয়। ফিরে আসার পর পরিচালক সৃজিত জানান, সৌভাগ্যক্রমে শুটিং তাঁরা সম্পন্ন করতে পেরেছিলেন। পরে কলকাতাতেই পোস্ট প্রোডাকশনের কাজ হয়। আগামী বছরের ৪ ফেব্রুয়ারি সারা ভারতবর্ষের সিনেমা হলে মুক্তি পাবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen