দেশ বিভাগে ফিরে যান

১৪ বছর পর আজ থেকে দাম বাড়ছে দেশলাইয়ের

December 1, 2021 | < 1 min read

মুদ্রাস্ফীতির বেয়াড়া গতির মধ্যেও আম-জনতার ‘অহঙ্কার’ ছিল নিত্য প্রয়োজনীয় একটি পণ্যকে ঘিরে—সেটা দেশলাই। সবাই বলতেন, ‘আচ্ছে দিন’-এর দেশে একটিমাত্র বস্তু এখনও মহার্ঘ হয়ে ওঠেনি! আজ, বুধবার থেকে দাম বাড়ছে দেশলাই বক্সের। বাড়ছে মানে একেবারে দ্বিগুণ! ছিল এক টাকা। হচ্ছে দু’ টাকা।

টানা ১৪ বছর পর এই প্রথম দাম বাড়ল দেশলাই বক্সের। সেটা ২০০৭ সাল। কেন্দ্রে তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। দেশলাইয়ের সিঙ্গেল বক্সের দাম ছিল ৫০ পয়সা। ওই বছরই তা বেড়ে হয় এক টাকা। তারপর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর একেবারে ওলটপালট হয়ে গেলেও দেশলাই ছিল সেই এক টাকাতেই।

এবার আর উৎপাদন খরচের সঙ্গে এঁটে উঠতে পারছে না সংস্থাগুলি। তাই দাম বৃদ্ধি বলে জানিয়েছে ‘দ্য অল ইন্ডিয়া চেম্বার অব ম্যাচেস’।

TwitterFacebookWhatsAppEmailShare

#price hike, #Matchbox

আরো দেখুন