খেলা বিভাগে ফিরে যান

আইএসএল খেলারই যোগ্য নয় ইস্টবেঙ্গল, বললেন লাল-হলুদের কোচ

December 1, 2021 | < 1 min read

এখন লাখ টাকার প্রশ্ন, এসসি ইস্টবেঙ্গল কবে জিতবে? উত্তরটা তাঁদের স্প্যানিশ কোচ হোসে মানুয়েল দিয়াজও জানেন না। মঙ্গলবার ওড়িশা এফসি-র কাছে ৪-৬ ব্যবধানে হারার পর যখন লাল-হলুদ কোচকে এই প্রশ্ন করা হয়, তখন তার জবাব দিতে গিয়ে তিনি নিজেই অবাক।

দিয়াজের প্রথম জবাব, ‘‘এটা সত্যিই একটা বড় প্রশ্ন।’’ তাঁর দল যে আইএসএল খেলারই যোগ্য নয়, সেটিও রাখঢাক না করেই বলে দিচ্ছেন তিনি। বলেন, ‘‘ইন্ডিয়ান সুপার লিগের মানেই আমরা এখনও পৌঁছতে পারিনি। এই ধরনের ম্যাচ খেলার মতো যথেষ্ট দক্ষতা আমাদের আছে বলে মনে হয় না।’’ দল নিয়ে তিনি যে খুশি নন, সেটিও স্পষ্ট। বলেন, ‘‘যা দল আমাদের হাতে আছে, তাই নিয়েই খেলতে হবে।’’

গত মরসুমে সবার নীচে শেষ করা ওড়িশার কাছেও আধ ডজন গোল খেতে হয়েছে। তিনটি ম্যাচে ১০ গোল খেয়েছে লাল-হলুদ। এই সংখ্যায় আপাতত ধারে-কাছে কেউ নেই। তবু আলাদা করে রক্ষণের দোষ দেখছেন না দিয়াজ। বলেন, ‘‘গোল রক্ষার দায়িত্ব শুধু ডিফেন্ডারদের নয়, পুরো দলেরই। আমাদের দলের কেউই কাজটা ঠিক মতো করতে পারেনি। বিপক্ষ খুব সহজেই গোলগুলো পেয়ে গিয়েছে।’’

দলে মনসংযোগের অভাবও রয়েছে জানিয়ে দিয়াজ বলেন, ‘‘প্রথম ৩০ মিনিট আমরা তো ভালই খেলেছি। তিনটে ম্যাচেই তাই হয়েছে। কিন্তু বাকি সময়ে আমরা মনসংযোগ হারিয়ে ফেলেছি, সেট পিস থেকে আমাদের প্রতিপক্ষ গোল করে বেরিয়ে গিয়েছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#SC East Bengal, #Manuel Manolo Diaz, #Isl 2021

আরো দেখুন