রাজ্য বিভাগে ফিরে যান

কলকাতা পুরভোটে বিজেপির ৪০ শতাংশ প্রার্থীই অবাঙালি, কটাক্ষ নেট দুনিয়ায়

December 1, 2021 | < 1 min read

বিজেপি-র কলকাতা পুরভোটের প্রার্থী তালিকায় অবাঙালির সংখ্যা নজরকাড়া৷ কলকাতা জেলার ১১টি বিধানসভার প্রায় প্রতিটিতেই কম-বেশি অবাঙালি প্রার্থী রয়েছেন৷ যা তুলনামূলক ভাবে অন্যান্য রাজনৈতিক দলের থেকে বেশি৷

কলকাতার অবাঙালি অধ্যুষিত এলাকায় বিজেপি অবাঙালি প্রার্থীর উপরই জোর দিয়েছে ৷ সব মিলিয়ে প্রায় ৪০ শতাংশ বিজেপি প্রার্থী অবাঙালি৷ যদিও সাফাই দিয়েছে বিজেপি৷ রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘ভাষার রাজনীতি করে না বিজেপি৷ এটা তৃণমূলের রীতি৷ বিজেপির মতো সর্বভারতীয় দল সব সম্প্রদায়ের মানুষকে সমান সুযোগ দেয় রাজনীতিতে৷’

শমীক যাই বলুন না কেন, রাখঢাক ছেড়ে কটাক্ষ করতে ছাড়েনি নেটদুনিয়া ও বাংলা জাতিয়তাবাদী সংগঠনগুলি। সমাজমাধ্যমে শুরু হয়ে গেছে সমালোচনা ঝড়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #bjp, #kmc elections, #non bengali candidates

আরো দেখুন