দেশ বিভাগে ফিরে যান

বুয়া-ভাতিজা পোস্ট, জুকারবার্গের নামে অভিযোগ উত্তরপ্রদেশে

December 2, 2021 | < 1 min read

ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল উত্তরপ্রদেশে। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের বিরুদ্ধে অবমাননাকর পোস্টের জন্য কনৌজ জেলার একটি আদালতে এই মামলা দায়ের হয়। যদিও ওই পোস্টের সঙ্গে জুকারবার্গের সরাসরি কোনও সম্পর্ক নেই।

অভিযোগকারীদের বক্তব্য, জুকারবার্গ কোনও মন্তব্য করেননি ঠিকই, কিন্তু তাঁর সংস্থার প্ল্যাটফর্ম ব্যবহার করেই অখিলেশকে অপমান করা হয়েছে। সেই কারণে জুকারবার্গের নাম অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কনৌজ জেলার সারাহাটি গ্রামের বাসিন্দা অমিত কুমার অভিযোগটি দায়ের করেন। আবেদন পত্রে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় ‘বুয়া ভাতিজা’ শব্দবন্ধ পোস্ট করে তাঁদের নেতার ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা হচ্ছে।

২০১৯ সালে লোকসভা ভোটের সময় অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর জোট হয়। তখনই রাজ্যে ‘বুয়া-ভাতিজা’ শব্দটি প্রচারে আসে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mayawati, #Akhilesh Yadav, #Mark Zuckerberg, #Facebook Post, #BSP, #Samajbadi Party

আরো দেখুন