বন্ধ “ঘরে বাইরে” মিউজিয়াম: আবারও প্রকট বাংলার ঐতিহ্যশালী শিল্পকলার প্রতি বিজেপি সরকারের ঔদাসীন্য

রবীন্দ্রনাথ ঠাকুর থেকে অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, নন্দলাল বসু থেকে যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, সত্যজিৎ রায় থেকে সোমনাথ হোর, বিকাশ ভট্টাচার্য, কে নেই সেখানে! বিশ্ববরেণ্য শিল্পীদের চমৎকার সব ভাস্কর্যের সম্ভার সাজানো ছিল এখানে।

December 3, 2021 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ফের বাংলার অপমান, নেপথ্যে বিজেপি। বাংলার ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতির অপমান করল বিজেপি! বিজেপির মুখেই কেবল সোনার বাংলা, অথচ বাংলার ঐতিহ্যের প্রতি কোনও নজরই নেই বিজেপি সরকারের। বিজেপি সরকারের ঔদাসীন্যে শহরের বুকে অচিরেই বন্ধ হয়ে গেল বাংলার স্থাপত্য ভাস্কর্যের প্রদর্শনী।

বিজেপি মূলত বাংলা ও বাঙালি বিদ্বেষী একটি রাজনৈতিক দল, তৃণমূল বরাবর এই অভিযোগ করে আসছে। এই ঘটনায় ফের একবার তা সত্যি প্রমাণিত হল। আবারও প্রকট হল বাংলার ঐতিহ্যশালী শিল্পকলার প্রতি বিজেপি সরকারের ঔদাসীন্য। বিজেপি সরকারের অবহেলা ও ঔদাসীন্যের ফলে বন্ধ হয়ে গেল বাংলার শিল্পকলার প্রদর্শনী। বিগত দু-বছর ধরে শিল্পপ্রেমী মানুষজন ও শিল্পীদের পীঠস্থানে পরিণত হয়েছিল ওল্ড কারেন্সি বিল্ডিং-এর “ঘরে বাইরে” মিউজিয়াম। গত রবিবার বন্ধ হয়ে গিয়েছে এই মিউজিয়ামের দরজা। কলকাতায় শিল্পপ্রেমীদের অন্যতম প্ৰিয় ডেসটিনেশান হয়ে উঠেছিল এটি। এখানকার প্রদর্শনী ছিল দেখার মতো। বাংলার শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শনগুলোকে এক ছাতার তলায় তুলে ধরাই ছিল এই মিউজিয়ামের প্রধান লক্ষ্য। এই মিউজিয়ামের থাকা প্রায় দু’শতক ধরে বাংলার ঐতিহ্য বহনকারী চিত্রকলা, ভাস্কর্য দেখে বিস্মিত হয়েছে কলকাতা এবং বাইরের শিল্পপ্রেমীরা। ১৮-২০ শতকের শিল্পীদের সৃষ্টিকর্মগুলি দেখতে ভিড় লেগেই থাকত প্রদর্শনীতে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, নন্দলাল বসু থেকে যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, সত্যজিৎ রায় থেকে সোমনাথ হোর, বিকাশ ভট্টাচার্য, কে নেই সেখানে! বিশ্ববরেণ্য শিল্পীদের চমৎকার সব ভাস্কর্যের সম্ভার সাজানো ছিল এখানে। সময়-মূহূর্ত-স্মৃতি যেন অদ্ভুত ভাবে ধরা দিত।

এই বাড়িটিও ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত, ১৮৩৩ সালে ইতালীয় স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছিল কারেন্সি বিল্ডিং। সেখানেই “ঘরে বাইরে” প্রদর্শনীশালা অবস্থিত ছিল। বিজেপি শাসিত ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও ন্যাশনাল গ্যালারির যৌথ প্রয়াসে “ঘরে বাইরে” মিউজিয়ামে প্রদর্শনীর আয়োজন করে ড্যাগ মিউজিয়াম নামের একটি সংস্থা। ২০২০ সালের ১১ জানুয়ারি ঘটা করে যার উদ্বোধন করতে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী। করোনার জন্য কিছুদিন বন্ধ থাকলেও আনলক পর্বে এই প্রদর্শনীশালা ফের দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। তবে দু-বছর পূর্ণ হওয়ার আগেই আচমকা প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ায় ঘোষণায় হতবাক রাজ্যের শিল্পপ্রেমীরা। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ড্যাগ মিউজিয়ামের পক্ষ থেকে জানানো হয়, ২৮ নভেম্বর বন্ধ হয়ে যাচ্ছে “ঘরে-বাইরে”-এর প্রদর্শনী। কিন্তু কবে তা আবার চালু হবে সে বিষয় কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে, গত বছরেই ড্যাগ মিউজিয়ামের সঙ্গে কেন্দ্র সরকারের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি সরকারের তরফে চুক্তি পুনর্নবীকরণ না হওয়ায় শেষ পর্যন্ত এই পদক্ষেপ নেওয়া হল। ড্যাগের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রদর্শনীতে ভারতের পাশাপাশি বিভিন্ন বিদেশি শিল্পীদের ছবি, আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। রবিবার এই প্রদর্শনী বন্ধ করা হলেও আশা করব খুব তাড়াতাড়ি আমরা আবার নতুন ডালি নিয়ে সংস্কৃতির রাজধানীর বুকে ফিরে আসব।’ কিন্তু কবে কখন ফের এই প্রদর্শনীশালা শিল্প সম্ভার নিয়ে ফিরবে তা কেউই জানেন না। এখন কেবল অপেক্ষার পালা, ফের কবে ঐতিহ্য-ইতিহাস-শিল্প নিয়ে সেজে উঠবে ওল্ড কারেন্সি বিল্ডিং!

বাংলার শিল্পকলার প্রতি বিজেপি সরকারের এই অপমানজনক আচরণে শিল্পী থেকে শুরু করে শিল্পপ্রেমীরা সকলেই ক্ষুব্ধ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen