এবার থেকে হোয়াটসঅ্যাপেও বুক করা যাবে অ্যাপ ক্যাব!

সম্প্রতি ভারতে এই মর্মেই গাঁটছড়া বেঁধেছে উবের ও হোয়াটঅ্যাপ সংস্থা। পাইলট প্রজেক্ট হিসেবে এই সুবিধা সবার আগে পাবেন লখনউয়ের বাসিন্দারা।

December 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অত্যাধুনিক প্রযুক্তি! এবার গোটা দেশে হোয়াটঅ্যাপেও বুক করা যাবে উবের ক্যাব। আর এই পরিষেবা পেতে আলাদা করে উবের অ্যাপটি মোবাইলে না রাখলেও চলবে।

সম্প্রতি ভারতে এই মর্মেই গাঁটছড়া বেঁধেছে উবের ও হোয়াটঅ্যাপ সংস্থা। পাইলট প্রজেক্ট হিসেবে এই সুবিধা সবার আগে পাবেন লখনউয়ের বাসিন্দারা। তবে তারপরই শুরু হয়ে যাবে দেশের অন্যত্র। উবের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমেই পাওয়া যাবে এই পরিষেবা। যার মাধ্যমে ক্যাব থেকে শুরু করে বাইক, অটো সবই বুক করা সম্ভব হবে বলেই জানাচ্ছে উবের কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে ইতিমধ্যেই যুক্ত হয়েছে এই ফিচারটি। সংস্থার তরফে জানানো হয়েছে বুকিং, পেমেন্ট, ট্রিপ রিসিপ্ট চেকিং সহ উবের অ্যাপের সব ফিচারই এখন থেকে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen