আম্পানে ক্ষতি ইস্ট-ওয়েস্ট মেট্রোর

May 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল। এই নয়া মেট্রো পথে বিভিন্ন স্টেশনে মোট ২৪টি প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বসানো হয়েছে। তারমধ্যে ঝড়ে ছ’টি স্ক্রিন ডোর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি সিগন্যাল পোস্টও।

মেট্রো রেলের এক কর্তা বলেন, কোথায় কী ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিকাঠামো দ্রুত মেরামত করা হবে। এদিকে, লকডাউনের জন্য দীর্ঘদিন বউবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ি সারানোর কাজ বন্ধ ছিল। বর্তমানে এই কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। তবে টানেল কাটার কাজ এখনও বন্ধ।

এই মেট্রো পথ নির্মাণের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, টানেল কাটার জন্য আমাদের প্রয়োজনীয় অনুমোদন রয়েছে। কিন্তু বহু শ্রমিক বাড়ি ফিরে গিয়েছেন। তাঁরা ফিরলেই ফের কাজ শুরু করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen