রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড জয়ীর সংখ্যা ৬১৫

December 3, 2021 | < 1 min read

স্কুল-কলেজ-অফিস-কাছারি খুললেও করোনা রুখতে লড়াই জারি। মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করছেন সকলে। মেনে চলতে হচ্ছে শারীরিক দূরত্ব। তার সুফলও মিলছে। ধীরে ধীরে কমছে রাজ্যের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬০৮ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। একদিনে করোনার বলি হয়েছেন ১৩ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৫৮ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৭ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় সামান্য কম। 

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৪৯ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৪৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে।  ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,১৮, ০১৬। 

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৫ জন । যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৫২৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬১৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৯০, ৮২৩। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৫১ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid 19, #Corona Update, #Bengal Fights Corona

আরো দেখুন