← তথ্য যাচাই বিভাগে ফিরে যান
ভিড়ে ঠাসা ট্রেনে মুম্বই থেকে বাংলায় পরিযায়ী শ্রমিকরা? জানুন আসল সত্য
ট্রেনভর্তি যাত্রী। এমনকী ট্রেনের ছাদেও কোনও রকমে জায়গা করে নিয়েছেন যাত্রীরা। এমনই এক ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি, মুম্বই থেকে বাংলার উদ্দেশে যাচ্ছে ওই ট্রেনটি। টুইটার-সহ সোশ্যাল মিডিয়ায় ‘মুম্বই থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে গত ১০ মে রওনা দিয়েছে এই ট্রেনটি’ দাবি-সহ পোস্ট করা হয়েছে ভিডিয়োটি।
আসল তথ্য কি?
পরিযায়ী শ্রমিকদের ভাইরাল ওই ভিডিয়োটি আসলে বাংলাদেশের। ২০১৮ সালে পড়শি দেশের ভিডিয়োটি ভাইরাল হয়েছিল। ওই ভিডিয়োয় যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা ভারতীয় নন এবং এই দেশের লকডাউন বা পরিযায়ী সমস্যার সঙ্গে ওই ভিডিয়োর কোনও সম্পর্ক নেই।
ভিডিয়োটি যে ভুয়ো, পিআইবির টুইটার হ্যান্ডল থেকেও তা জানানো হয়েছে