ফের গেরুয়া আক্রোশের মুখে সংখ্যালঘু, খ্রিস্টান মিশনারিদের সন্ত্রাসবাদী আখ্যা বিজেপি সাংসদের
শুক্রবার লোকসভার জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন রায়গড়ের সাংসদ গোমতী সাই।
December 4, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ধর্মান্তরকরণ রুখতে কেন্দ্রকে কড়া আইন আনার অনুরোধ জানালেন ছত্তিশগড়ের বিজেপি সাংসদ। অবিলম্বে ধর্মান্তরকরণ বন্ধ করার দাবিও তুললেন তিনি। তাঁর অভিযোগ, ‘প্রলোভন দিয়ে ও ভয় দেখিয়ে নিরীহ আদিবাসীদের ধর্ম বদল করাচ্ছে খিস্টান মিশনারিরা। এঁরা মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর’। শুক্রবার লোকসভার জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন রায়গড়ের সাংসদ গোমতী সাই। বলেন, ‘এটি শুধু সাম্প্রদায়িক সমস্যা নয়, ধর্মান্তরকরণ দেশের নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগজনক।’ তাঁর কথায়, ‘ছত্তিশগড়ের যশপুর এলাকায় দীর্ঘ দিন ধরে ধর্মান্তরকরণ চলছে। যার ফলে নানা সমস্যা লেগেই আছে।’ যদিও প্রায় লাখ খানেক মানুষকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান গোমতী।