বেসরকারি সংবাদমাধ্যমের বিচারে ফের দেশসেরা বাংলা, রাজ্যের মুকুটে নয়া পালক
বাংলার সাফল্যের মুকুটে নতুন এক পালক যোগ হল
Authored By:

বাংলার সাফল্যের মুকুটে নতুন এক পালক যোগ হল। আবারও দেশসেরা পশ্চিমবঙ্গ। ইন্ডিয়া টুডে-এর স্টেট অফ স্টেটস, ২০২১-এ সুশাসনের নিরিখে মোস্ট ইমপ্রুভড বিগ স্টেটের শিরোপা জিতে নিল বাংলা। এই দীর্ঘমেয়াদি অতিমারির মধ্যেও বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, সেই সঙ্গে অক্ষত রয়েছে সুশাসন। তারই স্বীকৃত মিলল এবার।
২০২০ সালে সেরার শিরোপায় ভূষিত হয়েছিল আসাম। সেবারে তালিকায় চতুর্থস্থানে ছিল বাংলা, এবার এক বছরের মধ্যেই ভারতের অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে সুশাসনের নিরিখে দেশে সেরার সেরা তকমা জিতে নিল বাংলা।
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, নিজেই এই পুরস্কারপ্রাপ্তির কথা জানিয়েছে। তিনি বলেন, “বাংলা; ইন্ডিয়া টুডে-এর বিচারে স্টেট অফ স্টেটস ২০২১-এ, সুশাসন বিভাগে মোস্ট ইমপ্রুভড বিগ স্টেটের তকমা জিতে নিয়েছে। যা বাংলা ও বাঙালিদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের খবর। এই পুরস্কার প্রাপ্তির সম্পূর্ণ কৃতিত্ব মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাঁর নেতৃত্বেই বাংলায় সুশাসন প্রতিষ্ঠিতি হয়েছে এবং বিগত এক দশক ধরে ধারাবাহিক উন্নয়নের মধ্যে দিয়ে রাজ্যে সুশাসন বজায় রয়েছে।” তিনি রাজ্যবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।