রাজ্য বিভাগে ফিরে যান

এবার ২২ টি ভাষায় মমতার বায়োপিক প্রকাশের প্রস্তুতি তৃণমূলের

December 6, 2021 | 2 min read

লক্ষ্য ২০২৪, এখন থেকেই ধাপে ধাপে সংগঠন সাজাচ্ছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধী জোটের হাত আরও শক্ত করছে ঘাসফুল শিবির। অল্প সময়ের মধ্যেই সর্বভারতীয় স্তরে বিপুল ক্ষমতা বৃদ্ধি করেছে রাজ্য শাসক দল। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক তৈরির পরিকল্পনা করছে তৃণমূল। যদিও এই পরিকল্পনা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ওই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ইতিমধ্যেই এই উদ্দেশ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেশ কয়েকজন বাঙালি পরিচালকের নাম বাছাই করেছে তৃণমূল। যদিও এই বিষয়ে তৃণমূলে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’ একই কথা শোনা যায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের কণ্ঠেও। তিনিও জানান, বায়োপিক তৈরির এই সিদ্ধান্তের বিষয়ে তাঁর কিছু জানা নেই।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে জননেত্রী হয়ে উঠেছেন সেই সংগ্রামের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক তা আমরা চাইছি।’ শুধু তাই নয়, সর্বভারতীয় স্তরে দলের সংগঠন ও জনপ্রিয়তা শিখরে নিয়ে যেতে দলের নাম পরিবর্তন নিয়েও তৃণমূলের অন্দরে কথাবার্তা চলছে বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম।

সূত্রের খবর, শুধুমাত্র বাংলা, হিন্দি বা ইংরাজিতে নয় ২২টি ভাষায় এই বায়োপিক রিলিজ করার কথা চিন্তাভাবনা করছে তৃণমূল। বায়োপিকটি তৈরি হওয়ার পর তা বিভিন্ন আঞ্চলিক চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে দেখানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকে রাজনৈতিক জীবনে তাঁর অবদান, কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপ-এই প্রসঙ্গগুলির উল্লেখ থাকতে পারে। গত ১০ বছরে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পর কীভাবে রাজ্যের উন্নয়ন ঘটেছে, তিনি কী কী পদক্ষেপ নিয়েছেন রাজ্যের সার্বিক উন্নতির স্বার্থে উল্লেখ থাকতে পারে সেই বিষয়গুলিও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Biopic, #tmc, #Mamata Banerjee

আরো দেখুন