উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আজ কর্ণজোড়ায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

December 7, 2021 | < 1 min read

ছ’মাস আগেই এসেছিলেন নির্বাচনী প্রচারে। আব্দার করেছিলেন, ‘মালদহ বারবার আমাদের শূন্য হাতে ফিরিয়েছে। এবার আমার মালদহের আম আর আমসত্ত্ব – দুটোই চাই।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ইচ্ছেটুকু বুঝে নিয়েছিল একদা কংগ্রেসের খাসতালুক। জেলার দুই তৃতীয়াংশ বিধানসভা আসনই মালদহবাসী উপুড় করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর হাতে। আম আর আমসত্ত্বের উপহার পেয়ে পুরো গৌড়বঙ্গের জন্য একহাজার কোটি টাকারও বেশি অর্থের প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করতে সোমবার মালদহে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  


আজ মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য রয়েছে প্রায় ২৫০ কোটি টাকার প্রকল্প। ওই প্রকল্পে অধিকাংশ রাস্তা সংস্কার করা হবে। রয়েছে কয়েকটি সেতুও। হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিল্যানাস। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানি বলেন, ‘সম্পূর্ণ তালিকা এখনও হাতে পাইনি। তবে প্রায় ২৫০ কোটি টাকার প্রকল্পের শিল্যানাস, উদ্বোধন হবে।’ অন্যদিকে, উত্তর দিনাজপুরের ডালখোলায় জলপ্রকল্প, ইসলামপুরে সুফল বাংলা বিপণির উদ্বোধন সহ আরও কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। তবে পুরো তালিকা এখনও সম্পূর্ণ হয়নি বলে বিকেলে জানিয়েছেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#South Dinajpur, #Meeting, #Bengal, #Mamata Banerjee, #north dinajpur

আরো দেখুন