দেশ বিভাগে ফিরে যান

মোদীর বারাণসী সফরের আগে মসজিদে গেরুয়া রঙ করায় শুরু বিতর্ক

December 8, 2021 | < 1 min read

‘আসছেন মোদী, তাই শহরের রং গেরুয়া’। আগামী ১৩ ডিসেম্বর বারাণসী সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফর উপলক্ষে গেরুয়া রঙে সেজে উঠছে মন্দিরের শহর। এমনকী একটি মসজিদেও গেরুয়া রং করা হয়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি জানাজানি হতেই টনক নড়ে প্রশাসনের। ভুল বুঝতে পেরে তড়িঘড়ি ব্যবস্থা নেয় প্রশাসন। মসজিদটি ফের পুরনো রঙে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা গিয়েছে, ওই মসজিদটিতে সাদা রং করা ছিল। সেই রং আবার ফিরিয়ে আনা হয়। আগামী সোমবার কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করবেন মোদি । সেইমতো শহরের সমস্ত ভবনের রং গেরুয়া করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

#saffron, #Narendra Modi, #Controversy, #mosque, #varanasi

আরো দেখুন