বাংলাকে কেন্দ্র বঞ্চনা করলেও উন্নয়নের কাজ থামেনি, মালদায় বার্তা মমতার
বাংলাকে কেন্দ্র বঞ্চনা করলেও উন্নয়নের কাজ থামেনি, মালদায় বার্তা মমতারবুধবার মালদায় প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভুল হয়ে থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে। মালদায় প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার।
এদিনের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভুল থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে। কাজে কোনওরকম দেরি করা যাবে না। ১-১০ জানুয়ারি এবং ২০-৩০ জানুয়ারি ফের দুয়ারে সরকার প্রকল্প।’
দেখে নিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল বিষয়গুলি:
•১ থেকে ১০ জানুয়ারি ও ২০-৩০ জানুয়ারি দুয়ারে সরকার ক্যাম্প
•পাড়ায় পাড়ায় দুয়ারে রেশন প্রকল্প চালু হবে
•চাকরির ক্ষেত্রে স্থানীয় ভাষা জানতে হবে
•চাকরির ক্ষেত্রে রাজ্যের ছেলে-মেয়েদের অগ্রাধিকার
•মৎস্যজীবী কার্ড ও আর্টিসন কার্ডে গুরুত্ব
•রাজ্যবাসীকে জলকর দিতে হবে না
•মালদায় ১৬ একর জমিতে পোল্ট্রি ফার্ম
•কেন্দ্র বঞ্চনা করলেও বাংলায় উন্নয়নের কাজ থামেনি
•আর্থিক সাহায্য করে না কেন্দ্র
•ভুল থাকলে ধরিয়ে দিন