রাজ্য বিভাগে ফিরে যান

কলকাতা ও বাগডোগরায় কাল থেকে উড়বে বিমান

May 27, 2020 | < 1 min read

বৃহস্পতিবার কলকাতা থেকে বিমান পরিষেবা শুরু হতে চলেছে। বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যেই বিমানবন্দরের ভিতরে একাধিক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। তবে সব থেকে উল্লেখযোগ্য হল, তৈরি করা হয়েছে ৪০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার।

বিমানবন্দরের পুরনো টার্মিনালের ভিতরেই এটি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোয়ারেন্টাইন সেন্টারে যা যা আধুনিক ব্যবস্থা থাকা দরকার, সবই রাখা হয়েছে।

বিমানবন্দরের কর্তারা জানিয়েছেন, কলকাতা থেকে ১০টি বিমান উড়বে এবং ১০টি নামবে। বাগডোগরাতেও ১০টি বিমান উড়বে। অণ্ডালে অবশ্য আগের সংখ্যার উড়ানই রাখা হয়েছে।

রাজ্য সরকারের তরফে বিমানযাত্রীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে:

  • প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে।
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
  • বিমানবন্দরেই প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা হবে।
  • বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হবে।
  • কেবলমাত্র উপসর্গহীন যাত্রীকেই বিমান উঠতে দেওয়া হবে।
  • কলকাতায় আসা যাত্রীদের একটি ফর্মে নিজের বিস্তারিত তথ্য স্বাস্থ্যদপ্তরকে দিতে হবে।
  • সংক্রমণের লক্ষণ না-থাকলে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে না। ১৪ দিন বাড়িতে থেকে বিশেষ নজর রাখতে বলা হবে। ওই সময়ে সংক্রমণের লক্ষণ দেখা দিলে অবিলম্বে স্বাস্থ্যদপ্তরকে জানাতে হবে।
  • কলকাতায় নামা যাত্রীর দেহে সংক্রমণের হালকা বা স্পষ্ট আভাস মিললে লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তাঁদের পাঠানো হবে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে।
  • সংক্রমণের স্পষ্ট লক্ষণ থাকলে কোভিড হাসপাতালে ভর্তি করা হবে।
TwitterFacebookWhatsAppEmailShare

#flight service, #domestic air travel, #flights, #Bagdogra, #Kolkata Airport, #civil aviation

আরো দেখুন