দেশ বিভাগে ফিরে যান

১৬ এবং ১৭ ডিসেম্বর ভারতজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল দশ শ্রমিক সংগঠন

December 9, 2021 | < 1 min read

দেশের ব্যাঙ্কিং সেক্টরের বেসরকারিকরণের প্রতিবাদ। আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর দেশব্যাপী দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। বুধবার সিটু, আইএনটিইউসি সহ দেশের ১০টি শ্রমিক সংগঠন একযোগে বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। এমনিতেই সংসদের বাজেট অধিবেশন চলাকালীন আগামী ফেব্রুয়ারি মাসে দু’দিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। 


ব্যাঙ্ক ধর্মঘটকেও শ্রমিক সংগঠনগুলি সম্মিলিতভাবে সমর্থনের বার্তা দেওয়ায় প্রবল চাপে পড়ে গিয়েছে মোদী সরকার। বিবৃতিতে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি অভিযোগ করে বলেছে, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, ২০২১ পাস করাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। এই বিল পাস করানোর অর্থ, ব্যাঙ্কিং সেক্টরের বেসরকারিকরণের পথ প্রশস্ত করা। বিরোধীদের কোনও আপত্তিতেই কর্ণপাত করছে না মোদী সরকার। অভিযোগ করেছেন শ্রমিক নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#BANK, #Bank Strike, #India

আরো দেখুন