দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ক্লাস না করেই বেতন পাচ্ছেন দুই শিক্ষিকা! অভিযোগের নিশানায় শুভেন্দুর ভাই

December 9, 2021 | < 1 min read

কলেজের ভূগোল বিষয়টাই নেই৷ ফলে ক্লাস করারও কোনও প্রশ্নই ওঠে না৷ তবু মাসের পর মাস বিনা ডিউটিতে দু’জন শিক্ষিকা বেতন পাচ্ছেন৷ আর এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই বেনিয়মে মদত দেওয়ার অভিযোগ উঠেছে৷

ঘটনাটি কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের৷ অভিযোগের নিশানায় কলেজের অধ্যক্ষ সুবিকাশ জানা এবং তৎকালীন পরিচালন কমিটির সভাপতি তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ ঘটনাচক্রে, দিব্যেন্দুর দাদা শুভেন্দু অধিকারী৷

অতীতে কলেজের অধ্যক্ষের একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। আবারও দুই শিক্ষিকার ক্লাস না করে বসে বসে বেতন নেওয়ার অভিযোগ উঠছে। ঘটনাচক্রে তৎকালীন কলেজ পরিচালন কমিটির সভাপতি ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের তৃণমূল কংগ্রেসের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দুর্নীতিতে কাঠ গড়ায় তৎকালীন পরিচালন কমিটির সভাপতিও।

অভিযোগ, ২০১৮ সালে স্নাতকস্তরে ভুগোল পাঠক্রম চালু করে কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়। সেই সময় ভুগোল বিষয়টি পরানোর জন্য নিয়োগ করা হয়েছিল দু’জন শিক্ষিকাকে৷ এঁরা হলেন, পারমিতা বেরা ও চিত্রলেখা শী। তবে বিজ্ঞান বিভাগ না থাকায় ভূগোলের পঠন পাঠন বন্ধ হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Dibyendu Adhikari, #Kanthi

আরো দেখুন