আসন্ন ১১১ পুরভোটে ভিভিপ্যাট ব্যবহারে আগ্রহী নয় রাজ্য নির্বাচন কমিশন
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য রাজ্যের পুরসভার নির্বাচনগুলিতেও ভিভিপ্যাট ব্যবহারের নজির নেই। তাই এরাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচনের ক্ষেত্রেও ভিভিপ্যাট ব্যবহার করতে চায় না রাজ্য নির্বাচন কমিশন।

কয়েক মাসের মধ্যেই ১১১টি পুরসভার ভোট হতে চলেছে। মেয়াদ উত্তীর্ণ এই পুরসভাগুলির নির্বাচনেও ভিভিপ্যাট ব্যবহার করবে না রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য রাজ্যের পুরসভার নির্বাচনগুলিতেও ভিভিপ্যাট ব্যবহারের নজির নেই। তাই এরাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচনের ক্ষেত্রেও ভিভিপ্যাট ব্যবহার করতে চায় না রাজ্য নির্বাচন কমিশন। সম্প্রতি ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের পুরভোটে ভিভিপ্যাট ব্যবহারের নজির নেই। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে হলফনামায় এমনটাই জানাতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। তবে কলকাতা পুরভোটে ৭টি মহিলা পরিচালিত বুথ থাকছে। সেই বুথগুলি ৮ ও ১০ নম্বর বরোতে রয়েছে। যোধপুর পার্ক বয়েজ স্কুলে ৪টি বুথ মহিলা পরিচালিত হতে যাচ্ছে। অন্য ৩টি মহিলা বুথ হল বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মাত্র দু’টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে একটি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। অন্য অভিযোগটি হল, প্রচারের ক্ষেত্রে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। এই অভিযোগের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।