← রাজ্য বিভাগে ফিরে যান
কোভিডের পাশাপাশি এম আর বাঙ্গুর হাসপাতালে আবার চালু হচ্ছে অন্যান্য চিকিৎসাও
এখন থেকে আর শুধু করোনা চিকিৎসা নয়, ৩ জানুয়ারি থেকে এম আর বাঙুর হাসপাতালে (MR Bangur Hospital) চালু হচ্ছে চিকিৎসা পরিষেবাও। করোনা (Corona) বেডের সংখ্যা ৭১৩ থেকে কমে সাড়ে ৩০০ হচ্ছে। গতবছর কোভিড (Covid) পরিস্থিতির চরম সঙ্কটের সময় এমআর বাঙুর হাসপাতালে পুরোটাই করোনার চিকিৎসা জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল।
কিন্তু রাজ্যে করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, এম আর বাঙুর সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের পুরোটাই নন কোভিড করে দেওয়া হয়েছে। তবে, কোভিড ওয়ার্ড থাকবে। সেটি পুরনো বিল্ডিংয়ে।