কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতা পুরভোটের প্রচারে মদনের চমক দুবরাজপুরের সেই বাদামকাকু

December 11, 2021 | 2 min read

কলকাতাবাসীর পাড়ায় বাদামকাকু! গাইলেন সেই ভাইরাল গান, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম’। কিন্তু, দুবরাজপুরের সেই বাদামকাকু ভুবন বাদ্যকর হঠাৎ কলকাতায় কেন?

জানা গিয়েছে, ভোটপ্রচারে তিলোত্তমায় পা রেখেছিলেন তিনি। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তিনি প্রচার করেছেন। শুধু তাই নয়, মদন মিত্রের পাশে দাঁড়িয়ে গেয়েছেন ‘বাদাম বাদাম’ গান। এই গান শুনে ভুবনের প্রশংসায় পঞ্চমুখ মদন। কলকাতা পুরভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে সবকটিতেই জয়ী হবেন ঘাসফুল প্রতীকপ্রাপ্ত প্রার্থী, দাবি রাজ্য শাসকদলের। এদিকে বর্তমানে ভুবন বাদ্যকরের চর্চা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

শনিবার শহরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আসেন ভুবন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেন। এদিন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে প্রচার করেন তিনি। এদিন অমল চক্রবর্তী বলেন, ‘তিনি গ্রামে ৫ টাকা করে বাদাম বিক্রি করেন। কলকাতাতেও যাতে তাঁর পরিচিতি হয় সেই জন্য এই উদ্যোগ।আশা করি এতে তাঁরও লাভ হবে। ‘এদিকে, এদিন ভুবন বাদকের গানে মুগ্ধ হন মদন মিত্র। তিনি ঘোষণা করেন, তাঁর বিধায়ক হিসেবে একমাসের প্রাপ্য বেতন অর্থাৎ ২০ হাজার টাকা তিনি তুলে দেবেন ভুবনের হাতে। ১৯ তারিখ পুরভোটের ফলাফল প্রকাশের দিন তাঁকে ১৪৪ কেজি কাঁচা বাদামের অর্ডার দেন মদন মিত্র। কলকাতা শহরের ১৪৪টি ওয়ার্ডে ওই দিন পৌঁছে দেওয়া হবে এই বাদাম।

তিনি মানুষের হাতে ঠোঁঙায় করে তুলে দিচ্ছিলেন বাদাম। এরপরেই অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ভুবন বাদ্যকরকে আগামী দিনে রাজনীতির ময়দানে দেখা যাবে? এই নিয়ে অবশ্য তিনি কোনও মন্তব্য করেননি। তবে তাঁর বাঁধা গান মানুষের মনে রাজ করছে, তা উৎসাহী জনতার প্রতিক্রিয়াতেই স্পষ্ট। উল্লেখ্য, তাঁর গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় গেয়ে ইউটিউবাররা লাখ লাখ টাকা রোজগার করলেও তিনি কোনও টাকা পাননি। এই নিয়ে সম্প্রতি থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি। ভুবন বলেন, ‘আমার গান ভাইরাল হওয়ায় প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন আমার বাড়িতে। আমি গাইলে সেটা ভিডিয়ো রেকর্ডিং করছেন। ইউটিউবে সেই গানের কপিরাইট রয়েছে দেখাচ্ছে। অথচ আমি কিন্তু এ সব করিনি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #kacha badam singer

আরো দেখুন