গানের মাধ্যমে আম্পান-বিধ্বস্ত রাজ্যের পাশে থাকার বার্তা সুমনের

May 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘এক কাপ চা’ দিয়েই বাংলা গানের জগতে আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। সেই গানেই একটি লাইন ছিল – ‘বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই’। ৩০ বছর আগের লেখা গানের লাইনের মতই সম্প্রতি বাংলা ও বাঙালির জীবনে এক মস্ত বড় ঝড় উঠেছে। এবার আম্পান-বিধ্বস্ত এক অন্য বাংলার জন্যে ফের কলম ধরলেন কবীর সুমন।

নিজে বারবার বলেন, ‘বয়স হয়েছে, তবে আশা নিয়েই বাঁচি। নতুন সূর্যোদয় নিয়ে ভাবি।’ এবারও ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে সুমন লিখলেন, ‘তুফানের পর তুফান আসুক, আমার বাংলা বাঁচতে জানে’! মঙ্গলবার ইউটিউবে শেয়ার করা এক ভিডিওয় সুমন বলেন, ‘বাংলার বিখ্যাত সেতারশিল্পী হরশংকর ভট্টাচার্য হোয়াটসঅ্যাপে আমাকে একটি সুর পাঠিয়েছেন। সেখান থেকেই আমার বাংলার জন্যে আমার গান।’

শুরুতেই সুমন গান, ‘থেকো বাংলার পাশে, সুখে বা যে কোনও সর্বনাশে…থেকো বাংলার পাশে, দিনে-রাতে আর বারো মাসে।’ এখনেই না থেমে আরও এগিয়ে চলে তাঁর গান, ‘তোমার আমার ভাষার কসম, কথার কসম সুরের টানে…হরশংকর সুরে দিয়েছেন, বাঁধছে কবীর বাংলা গানে!’

শুধু কী তাই, বারেবারে প্রতিকূলতা জয় করা বাঙালির জন্যে এই উম্পুন-পরিস্থিতিতে যেন মন্ত্রগুপ্তি বেঁধে দিয়েছেন সুমন। তিনি গাইছেন, ‘তুফানের পর তুফান আসুক, আমার বাংলা বাঁচতে জানে…হরশংকর সেতারে বাজেন, বাংলা বাঁচবে বাংলা গানে।’ লিখেছেন, ‘বাঁধছি এ গান নজরুল ছুঁয়ে, তারই গানে এ চলন পাওয়া…বাংলা গানের কসম আমার, জন্মে জন্মে তোমাকে চাওয়া!’ যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে সকল সুমন-প্রেমী থেকে শুরু করে নেটিজেনদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen