সিপিএম-কংগ্রেসের গোপন আঁতাত কে গোয়া থেকে নিশানা করলেন মমতা
গোয়ার রাজধানী পানজিমে জনসভায় ফের কংগ্রেসকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে তাঁর মন্তব্য, ‘‘আপনারা নিজেরা কিছু করছেন না বলে, অন্য কেউ কিছু করবে না, এমন ভাবনা ভুল।’’
গোয়ার আসানোরায় তৃণমূলের সভায় মমতা তাঁর কংগ্রেস ছাড়ার কারণও ব্যাখ্যা করেন। তৃণমূলনেত্রীর অভিযোগ, ‘‘আমরাও কংগ্রেস করতাম। কিন্তু দেখেছি কংগ্রেস বরাবর গোপন সমঝোতা করে। পশ্চিমবঙ্গে সিপিএম আমাদের মারত। আর কংগ্রেস নেতৃত্ব সিপিএমের সঙ্গে গোপন সহযোগিতা করত। আমার শরীরের এমন অংশ নেই যেখানে আঘাত লাগেনি। অপারেশন হয়নি। হাত, পা, মাথা সব। কিন্তু তবুও সিপিএমকে কংগ্রেসের গোপন মদত দেওয়া দেখে ওই দল ছেড়েছিলাম।’’
সারাদেশে কংগ্রেস একা লড়াই করেছে, কী করতে পেরেছে? মানুষের পাশে থাকে না, ভোটের সময় শুধু আসে।
বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘‘তৃণমূল, এমজিপি এবং অন্যদের নিয়ে জোট তৈরি হয়ে গিয়েছে। এই জোটই এখন গোয়ায় বিজেপি-র মূল প্রতিপক্ষ।’’
গোয়ার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা বোঝাতে গিয়ে মমতা জানান, দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন তিনি গোয়ায় আন্তর্জাতিকক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসেছিলেন। দুর্ঘটনা এড়াতে রেলের ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ তৈরির কারখানা তৈরি করেছিলেন গোয়ার মারগাঁওয়ে। পানজিমের সভায় ‘জয় গোয়া’ স্লোগানও দেন তৃণমূল নেত্রী। বাংলা-গোয়ার সাংস্কৃতিক মেলবন্ধন বোজাতে উল্লেখ করেন পঞ্চাশের দশকের জনপ্রিয় ছবি হাওড়া ব্রিজের ‘মেরা নাম চিং চিং চু’ গানের জনপ্রিয়তার কথা।
আসানোরার পাশাপাশি মঙ্গলবার বিকেলে রাজধানী পানজিমে সহযোগী দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)-র সঙ্গে যৌথ সভা করেন মমতা।