বিদ্যুৎ বণ্টনে আসার পথে এনটিপিসি
বিদ্যুৎ বণ্টন ব্যবসায় প্রবেশ করছে এনটিপিসি। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাটি দিল্লিতে অনিল ধীরুভাই আম্বানি গোষ্ঠীর দুটি বিদ্যুৎ বণ্টন সংস্থার ৫১ শতাংশ অংশীদারিত্ব কিনতে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে।
দেশের রাজধানী শহরে অনিল ধীরুভাই আম্বানি গোষ্ঠীর মালিকানাধীন দুটি বিদ্যুৎ বণ্টন সংস্থা হল, বিএসইএস রাজধানী পাওয়ার লিমিটেড (বিআরপিএল) এবং বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেড (বিওয়াইপিএল)। বিদ্যুৎ বণ্টন ব্যবসায় এনটিপিসি-র প্রবেশ করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখনও পর্যন্ত সংস্থাটি প্রধানত বিদ্যুৎ উৎপাদন করে থাকে।
দিল্লি বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনকে মঙ্গলবার লেখা এক চিঠিতে এনটিপিসি বলেছে, ‘বিদ্যুৎ বণ্টন ক্ষেত্রে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এনটিপিসি এবং বিআরপিএল ও বিওয়াইপিএল-এর বণ্টন সম্পত্তি অধিগ্রহণ করতে অত্যন্ত আগ্রহী।’
এনটিপিসি-র তরফে ওই চিঠিতে জানানো হয়েছে, সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে তারা জানতে পেরেছে যে অনিল ধীরুভাই আম্বানি গোষ্ঠী বিআরপিএল ও বিওয়াইপিএল-এ তাদের ৫১ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দিতে চায়। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাটির তরফে আরও বলা হয়েছে, ‘বিআরপিএল এবং বিওয়াইপিএল-এ ৫১ শতাংশ অংশীদারিত্ব কেনার জন্য সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখতে তারা আগ্রহী তবে শর্ত একটাই, স্বচ্ছ প্রক্রিয়া মেনে শেয়ার বিক্রি করতে হবে।’
শুধু এনটিপিসি নয়, দিল্লির ওই দুই বণ্টন সংস্থার অংশীদারিত্ব কিনতে বেশ কয়েকটি বেসরকারি ও বিদেশি সংস্থাও আগ্রহ দেখিয়েছে। অন্য দিকে, ঋণভার কমানোর লক্ষ্যেই দিল্লির বণ্টন সংস্থা দুটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে অনিল ধীরুভাই আম্বানি গোষ্ঠী। একই উদ্দেশ্যে মুম্বইতে তাঁদের মালিকানাধীন বিদ্যুৎ বণ্টন সংস্থা আদানি গোষ্ঠীকে ইতিমধ্যেই বিক্রি করেছেন অনিল আম্বানি।