দেশ বিভাগে ফিরে যান

লখিমপুর কাণ্ডে মেজাজ হারিয়ে সাংবাদিকদের ‘চোর’ বললেন কেন্দ্রীয় মন্ত্রী

December 15, 2021 | 2 min read

লখিমপুর-কাণ্ডে (Lakhimpur Kheri) ক্রমশ চাপ বাড়ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির (Union Minister Ajay Mishra Teni) উপর৷ তারই মধ্যে মঙ্গলবার সিটের রিপোর্ট (SIT report on Lakhimpur violance) সামনে আসায় বুধবার সংসদে ফের অজয় মিশ্রের বরখাস্তের দাবি তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi demands resignation of Ajay Mishra)৷ সিটের রিপোর্ট নিয়ে সংসদে এদিন ব্যাপক হইচই হয়৷ গোলমালের কারণে দফায় দফায় মুলতুবি হয়ে যায় দুই কক্ষের অধিবেশন৷ যাঁকে ঘিরে সংসদে তুমুল হট্টগোল বাঁধে সেই অজয় মিশ্র টেনি এদিন লখিমপুরে সাংবাদিকদের উপর মেজাজ হারান৷ অভিযোগ, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন মন্ত্রী৷ এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে তাঁকে হুমকি পর্যন্ত দেন৷ এমনকী গালিগালাজ করে সাংবাদিকদের ‘চোর’ বলতেও ছাড়েননি এই বিতর্কিত কেন্দ্রীয় মন্ত্রী৷ লখিমপুরের ঘটনার পর থেকেই বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে অজয় মিশ্রকে৷ এদিনের ঘটনা মন্ত্রীর বিড়ম্বনা আরও বাড়িয়ে দিল বলে মত রাজনৈতিক মহলের৷

বুধবার লখিমপুরে একটি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ অনুষ্ঠান শেষে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা৷ সিটের রিপোর্ট নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক৷ সাংবাদিকের প্রশ্ন শুনেই রেগে অগ্নিশর্মা হন অজয় মিশ্র৷ তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তো উঠেইছে৷ পাশাপাশি অশ্রাব্য ভাষায় সাংবাদিকদের গালাগালও করেন তিনি৷ ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, এক সাংবাদিককে ধাক্কা মেরে তাঁর ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ হিন্দিতে বলছেন, ‘ব্যস, বহুত হুয়া৷’ প্রতক্ষ্যদর্শীদের দাবি, সাংবাদিকদের ‘চোর’ বলেও কটাক্ষ করেন অজয়৷ এই ঘটনায় নতুন করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন সাংবাদিকরা৷

মঙ্গলবার প্রকাশ্যে আসা সিটের ওই রিপোর্টে বলা হয়েছে, ৩ অক্টোবর লখিমপুরে কৃষকদের গাড়িতে পিষে মারা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের ঘটনা৷ ওই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসের নাম জড়ায়। আশিস বর্তমানে জেল খাটছেন৷ এ নিয়েই প্রশ্ন করলে তেলেবেগুনে জ্বলে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী৷ দুর্ব্যবহারের শিকার ওই সাংবাদিক বলেন, ‘মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম সিটের রিপোর্টে তো আপনার ছেলের নাম রয়েছে৷ এ ব্যাপারে কী বলবেন? প্রশ্ন শুনেই তিনি বলেন, চার্জশিট তো পেশ হয়নি৷ মুর্খ নাকি? ভদ্রতা জানো না নাকি? তার পর খারাপ ব্যবহার শুরু করেন৷’

TwitterFacebookWhatsAppEmailShare

#media, #Lakhimpur Kheri, #Lakhimpur, #Ajay teni

আরো দেখুন