রাজ্য বিভাগে ফিরে যান

“মৃত্যুর পরিসংখ্যানই রাখা হয়না” – অভিষেকের প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

December 16, 2021 | < 1 min read

সত্য সেলুকাস কী বিচিত্র এই দেশ! কৃষক আন্দোলন থেকে শুরু করে করোনা, কোন ক্ষেত্রেই মৃতদের সঠিক পরিসংখ্যান নেই বিজেপি সরকারের কাছে। আর আজ তো সংসদে মন্ত্রী জানিয়েই দিলেন, সরকারের পক্ষ থেকে পরিসংখ্যান রাখাই হয়না।
আজ সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগ (এমএসএমই) মন্ত্রকের কাছে বেশ কয়েকটি প্রশ্ন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখিত প্রশ্নের মাধ্যমে অভিষেক সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে জানতে চান,  ২০২০ সালে থেকে দেশে এই পর্যন্ত দুর্ঘটনাজনিত এবং আত্মহত্যার কারণে যেসব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার বিজেপি সরকারের পক্ষ কোন প্রকার সরকারি ক্ষতিপূরণ পেয়েছেন কিনা। এছাড়াও অপ্রিতিকর ঘটনা এড়াতে কেন্দ্র সরকার এমএসএমই-র আওতায় কী উদ্যোগ নিয়েছে, কোভিড রিলিফের জন্যই বা মন্ত্রক কী প্রকল্প রয়েছে, তাও জানতে চান এদিন প্রশ্ন করেন অভিষেক। তাঁর প্রশ্নের উত্তরে দপ্তরের মন্ত্রী নারায়ণ রানে লিখিতভাবে জানিয়েছেন, “কেন্দ্র সরকারের এমএসএমই মন্ত্রক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দুর্ঘটনাজনিত ও আত্মহত্যার কারণে মৃত্যুর তথ্য-পরিসংখ্যান রাখে না”। অথচ কেন্দ্র সরকারের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট (এনসিআরবি) জানাচ্ছেন ২০২০ এর পর থেকে দেশ জুড়ে প্রায় ১২,০০০-এরও বেশি ছোট ও মাঝারি ব্যবসায়ীরা আত্মহত্যা করেছেন। এরপরেও প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন ব্যবসায়ীদের মৃত্যুর কোন হিসেব নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #abhishek banerjee, #Death, #farmers death

আরো দেখুন