করোনা পজিটিভ রাজ্যের দমকল মন্ত্রী
এবার বাংলার মন্ত্রিসভায় করোনার থাবা। মারণ ভাইরাস সংক্রমণ দমকল মন্ত্রী সুজিত বসুর শরীরে। তবে করোনা সংক্রমণের কোনও উপসর্গ নেই তাঁর। মন্ত্রীর বাড়ির পরিচারিকার শরীরে ভাইরাস সংক্রমিত হয়। তারপরই করোনা পরীক্ষা করা হয় সুজিত বসুরও। রিপোর্ট হাতে আসার পর জানা যায় মন্ত্রীও কোভিড ১৯ আক্রান্ত।
জানা গিয়েছে, দিনকয়েক আগে তাঁর পরিচারিকা করোনা আক্রান্ত হন। নির্দিষ্ট বিধি মেনে মন্ত্রী এবং তাঁর পরিবারের প্রত্যেকের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। বৃহস্পতিবারই পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তাতেই দেখা যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত। তবে এখনও পর্যন্ত তাঁর শরীরে করোনার কোনও উপসর্গই দেখা যায়নি। সে কারণে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মন্ত্রী।
চলতি সপ্তাহের গোড়ার দিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ তথা ফলতার বিধায়ক তমোনাশ ঘোষও করোনা আক্রান্ত হন। এদিকে আবার দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও ভুগছিলেন তিনি। অত্যধিক ডায়াবেটিসের মাত্রা চিন্তা বাড়িয়েছিল চিকিৎসকদের। তবে চিকিৎসার পর বর্তমানে তা নিয়ন্ত্রণে এসেছে। আপাতত বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল।
একের পর এক বিধায়ক এবং মন্ত্রীর শরীরে করোনা সংক্রমণের খবরে উদ্বিগ্ন রাজ্যের শাসকদল তৃণমূল।